পাষান্ড স্বামী কর্তৃক স্ত্রীকে পিটিয়ে হত্যা, আত্মহত্যা বলে চালানোর চেষ্টা, স্বামী ও শাশুড়ি আটক। ঘটনাটি ঘটেছে উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের খাদইল গ্রামে। ওই গ্রামের ধলু মিয়ার মেয়ে নুরুন্নাহার বৃষ্টির একই এলাকার আব্দুল মতিন সরদারের ছেলে জুয়েল সরদার (২২) এর সাথে বিবাহ হয়।বৃহঃবার স্ত্রী বৃষ্টি এবারের ঈদে স্বামীর কাছে নতুন জামা কাপড়ের আবদার করে।এতে স্বামী ক্ষিপ্ত হয়ে স্বামী জুয়েল স্ত্রীকে এলো পাথারী ভাবে বেধড়ক মারপিট করতে থাকে। এক পর্যায়ে সে জ্ঞান হারিয়ে ফেলে। অবস্থা বেগতিক দেখে জুয়েল ও তার মা বেদেনা বেগম বৃষ্টির গলা ওড়না পেচিয়ে ঘরের তীরের সাথে ঝুলিয়ে রাখে। পরে বিষয়টি জানা জানি হয়ে গেলে শিবগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বৃষ্টিকে মৃত বলে ঘোষণা করেন। এ খবর পেয়ে শিবগঞ্জ থানা ইন্সপেক্টর( তদন্ত) ছানোয়ার হোসেন সঙ্গীয় অফিসার আলহাজ্ব উদ্দিন কে সাথে নিয়ে হাসপাতাল থেকে বৃষ্টির লাশ উদ্ধার করে সুরুত হাল রিপোর্ট তৈরী করে বগুড়া মর্গে প্রেরনের ব্যবস্থা করা হয়। এ ঘটনায় পাষন্ড স্বামী জুয়েল ও তার মা আবেদা বেগম কে থানা হেফাজতে রাখা হয়েছে।