মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:
কুমিল্লা আদর্শ সদর উপজেলার বড় আলমপুরের পলি প্যাকেজিং ফ্যাক্টরি মিয়ামী রোটো ফিল্ম প্রোড্রাক্টস লিমিটেডে দুই দিনের ব্যবধানে আবারো অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এসময় ফায়ার সার্ভিসের তিনটি ষ্টেশনের ছয়টি ইউনিট দুঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রন আনেন।
বৃহস্পতিবার বিকালে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এর আগে মঙ্গলবার সকালে এ ফ্যাক্টরি পাশের শেডে আগুন লেগেছিলো।
কুমিল্লার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আলী আজম জানান, বিকাল চারটা ১০ মিনিটে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পৌনে ৬য় টায় আগুন নিয়ন্ত্রনে আনি। তিনি বলেন এর আগে এ বিল্ডিংয়ের পাশের শেডে আগুন লেগেছিলো। এবার তিনতলা থেকে দুতলায় পর্যন্ত আগুন আসে।
কুমিল্লার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারি পরিচালক মোঃ আকতারুজ্জামান লিটন বলেন, ফ্যাক্টরিকে অগ্নিকান্ডের বিষয়টি জেনে আগুন নিয়ন্ত্রনের জন্য কুমিল্লা ফায়ার ইউনিট ঘটনা স্থলে যায়। সাথে যোগ দিয়ে চৌয়ারা ও ইপিজেট ফায়ার ষ্টেশন আগুন নিয়ন্ত্রনে কাজ করে। তিনটি ষ্টেশনের ছয়টি ইউনিট প্রায় দেড় ঘন্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। তিনতলা ভবনের তৃতীয় তলার ওয়েষ্ট্রেজ গোডাউনের ওয়েষ্ট্রেজ দ্রবাদিতে এ আগুন লাগে। ধারণা করা হচ্ছে,বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মিয়ামী রোটো প্রোড্রাক্টস লিমিটেডের পরিচালক মোহাম্মদ শাহজাহান জানান, ফ্যাক্টরির তিন তলার পরিত্যাক্ত মামামালে আগুন লেগেছিলো তাতে তেমন ক্ষয়-ক্ষতি হয়নি। তবে আগুন নিভাতে গিয়ে দুতলা ও একতলার ইলেকট্রনিক্স ডিজাইভ পানিতে ভিজে তা নষ্ট হওয়ার আশংকা রয়েছে।