মোঃ আবু তৈয়ব. হাটহাজারী ( চট্রগ্রাম) প্রতিনিধি :
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক ছাত্রী ও ব্যাংক কর্মকর্তা সোমা মারমা। তিনি রূপালী ব্যাংকের কোম্পানীগঞ্জ শাখার সিনিয়র অফিসার পদে কর্মরত ছিলেন।
মঙ্গলবার (১০ আগস্ট) সকালে ২৪ দিন করোনার সাথে লড়াই করে নগরীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সোমা মারমা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের ছাত্রী ছিলেন। তার গ্রামের বাড়ি কাপ্তাই-চন্দ্রোঘোনার রাইখালি এলাকায়।
চলতি বছর ১৯ ফেব্রুয়ারি প্রথম আলোর মিরসরাই প্রতিনিধি ইকবাল হোসাইনের সাথে যুগলবন্দী হন।
বিষয়টি নিশ্চিত করে ইকবাল হোসাইন বলেন, গত মাসের ১৮ তারিখে সোমা করোনায় আক্রান্ত হয়। প্রথমে তাকে কাস্টমস মেডিকেলে চিকিৎসা দেওয়া হয়। অবস্থা অবনতির দিকে যাওয়ায় ২২ জুলাই রাতে নগরীর ইম্পেরিয়াল হাসপাতালে ভর্তি করানো হয়।
তিনি বলেন, সোমা শুরু থেকে আইসিইউতেই ছিল। এতদিন লড়াই করে আজ সকালে না ফেরার দেশে চলে গেল।