কিশোরগঞ্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জের পাকুন্দিয়া থেকে র ্যাবের ১টি টিম ৪৪ কেজি গাঁজা এবং মাদক ব্যবসায় ব্যবহৃত ১টি মোবাইল সেট সহ ১ মাদক কারবারিকে গ্রেফতার করেছে। র ্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের উপ- পরিচালক লে.কমান্ডার এম শোভন খান জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র ্যাবের ১টি অপারেশনাল টিম সোমবার (৯ আগস্ট) রাত ৯ টার দিকে পাকুন্দিয়ার এগারসিন্দুর ইউনিয়নের টং জামালপুর এলাকা থেকে এই বিপুল পরিমান গাঁজা সহ স্থানীয় মৃত মোহাম্মদ আলীর ছেলে নূর ইসলাম (৭০) কে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাকুন্দিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।