মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:
কুমিল্লা আদর্শ সদর উপজেলার বড় আলমপুরের পলি প্যাকেজিং ফ্যাক্টরি মিয়ামী রোটো প্রোড্রাক্টস লিমিটেডে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এসময় ফায়ার সার্ভিসের তিনটি ষ্টেশনের ছয়টি ইউনিট দুঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রন আনেন।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে আগুন লাগে বলে জানা যায়।
কুমিল্লার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আলী আজম জানান, আমাদের অফিস সংলগ্ন এক ব্যাক্তির মাধ্যমে আগুন লাগার বিষয়টি জেনে আমরা তাৎ’ক্ষনিকভাবে ঘটনা স্থলে ছুটে যাই এবং দুঘন্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রনে আনা হয়।
কুমিল্লার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারি পরিচালক মোঃ আকতারুজ্জামান লিটন বলেন, ফ্যাক্টরিকে অগ্নিকান্ডের বিষয়টি জেনে আগুন নিয়ন্ত্রনের জন্য কুমিল্লা ফায়ার ইউনিট ঘটনা স্থলে যায়, ফ্যাক্টরিতে পলি প্যাকেজিং থাকায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব না হওয়ায় আরও ২টি ইউনিটকে খবর দেয়া হয় । পরে চৌয়ারা ও ইপিজেট ফায়ার ষ্টেশন আগুন নিয়ন্ত্রনে কাজ করে। তিনটি ষ্টেশনের ছয়টি ইউনিট দুঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ৭টা ৪০ মিনিটে ঘটনাস্থলে গিয়ে সাড়ে ৯টার দিকে ছয়টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়।
তিনি আরও বলেন, মিয়ামী রোটো প্রোড্রাক্টস লিমিটেডের তিনতলা ভবনের তৃতীয় তলার পলি প্যাকেজিং ওয়েষ্ট্রেজ গোডাউনের ওয়েষ্ট্রেজ দ্রবাদিতে এ আগুন লাগে। ধারণা করা হচ্ছে,বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ফ্যাক্টরির পরিচালক সেলিম জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলেই ধারনা। তবে সেখানে কোন শ্রমিক ছিল না। তাই কোন হতাহতের ঘটনা ঘটেনি। ভবনের কিছু ক্ষতি হয়েছে।
মিয়ামী রোটো প্রোড্রাক্টস লিমিটেডের পরিচালক মোহাম্মদ শাহজাহান জানান, ফ্যাক্টরির এক কর্মচারী আগনের বিষয়টি আমাকে জানান, পরে আমি কুমিল্লা ফায়ার সার্ভিসের অফিসে গিয়ে তাদের সাথে নিয়ে আগুন লাগার ২০ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌছাই। পরিত্যাক্ত মামামালে আগুন লাগাই তেমন একটা ক্ষয়-ক্ষতি হয়নি।