আরিফুর রহমান মিসুক,
রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভা ৯নং ওয়ার্ডে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
মঙ্গলবার (১০ আগস্ট) এজাহার সূত্রে জানা যায়, সোমবার (৯ আগস্ট ) ০৫.৫০ ঘটিকার সময়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি টিম খবর পান,
আসামি মো. হারুন বিশ্বাস তার বাড়িতে বিভিন্ন ব্যাক্তির নিকট খুচরা ভাবে গাঁজা বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে
এস.আই দেওয়ান শামীম খানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ ।
আসামির বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি পালানোর চেষ্টা করলে তাকে ধরা হয়। আশে-পাশের লোকজনের উপস্থিতিতে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তার ঘরের ভিতর সাব-বাক্সের পিছনে গাঁজা রাখার কথা শিকার করেন।
স্বাক্ষী দের উপস্থিতিতে তার নিজ হাতেই পলিথিন মোড়ানো দুটি গাঁজার প্যাকেট (যার ওজন দুই কেজি) বের করেন। আসামী হারুন বিশ্বাস কে গাঁজাসহ গ্রেপ্তার করেন
গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত মাদক ব্যাবসায়ী হারুন বিশ্বাস গোয়ালন্দ পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাকের ফকির পাড়ার মৃত মফিজ উদ্দিন বিশ্বাসের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে মঙ্গলবার সকালে রাজবাড়ী বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।