1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:০৭ অপরাহ্ন

জামালপুরে আরো ৩০ জনের করোনা শনাক্ত

  • সময় : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ২৭৫


এ,এস,পলাশ জামালপুর সদর প্রতিনিধি:


জামালপুর জেলা সিভিল সার্জন কার্যালয় সূএে,জামালপুরের সর্বশেষ প্রতিবেদনে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৮২ টি নমুনা পরীক্ষায় ১৮ জন, ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে জামালপুর জেলার স্থায়ী নিবাসীর ১৫ টি নমুনা পরীক্ষায় ৩ জন এবং জেলা/উপজেলা পর্যায়ে RA টেস্টে ৭৯ টি নমুনা পরীক্ষায় ৯ জন অর্থাৎ মোট ১৭৬ টি নমুনা পরীক্ষায় আরও মোট ৩০ জন (জামালপুর সদর- ৯ জন, মেলান্দহ- ২ জন, মাদারগঞ্জ- ৫ জন, ইসলামপুর- ৩ জন, সরিষাবাড়ী- ২ জন, দেওয়ানগঞ্জ- ৩ জন ও বকশীগঞ্জ- ৬ জন) কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হয়েছে। সর্বমোট সংক্রমণ শনাক্ত ৪৬৯২ জন।
সর্বশেষ এলাকা ভিত্তিক শনাক্তঃজামালপুর সদর- শেখ হাসিনা মেডিকেল কলেজ, গোপালপুর বাজার, হাইস্কুল মোড়, লক্ষীর চর, গোলাপবাগ, বকুলতলা, শহীদ হিরু সড়ক, নয়াপাড়া ও নান্দিনা। মেলান্দহ- বানিয়াবাড়ী ও মেলান্দহ। মাদারগঞ্জ- বানীকুঞ্জ, কুমারপাড়া, বালিজুড়ী পূর্বপাড়া, গুনারীতলা ও মাদারগঞ্জ। ইসলামপুর- কিংজাল্লাহ, ইসলামপুর ও শুভকূড়া।সরিষাবাড়ী- সরিষাবাড়ী ও কুলপাল।দেওয়ানগঞ্জ- দেওয়ানগঞ্জ ২ জন ও হাতীভাঙ্গা।বকশীগঞ্জ- সূর্যনগর ২ জন, টাংগারীপাড়া, সীমারপাড়, থানাঘাট ও বাঘেরচর।
সর্বশেষ সুস্থ ৩৪ জন (জামালপুর সদর- ১৬ জন, মেলান্দহ- ৩ জন, মাদারগঞ্জ- ২ জন, ইসলামপুর- ২ জন, সরিষাবাড়ী- ৭ জন, দেওয়ানগঞ্জ- ২ জন ও বকশীগঞ্জ- ২ জন)।সর্বমোট সুস্থ ৪১৪৩ জন।
সর্বশেষ মৃত্যু ০ জন।সর্বমোট মৃত্যু ৮৭ জন।
সর্বশেষ রেফার্ড ০ জন।মোট রেফার্ড ৪১ জন।
সর্বশেষ নমুনা সংগ্রহ- ১৭৮ টি।সর্বমোট নমুনা সংগ্রহ- ৩৪৪২৯ টি।সর্বশেষ নমুনা পরীক্ষা- ১৭৬ টি।সর্বমোট নমুনা পরীক্ষা- ৩৪৪১৩ টি।নমুনা পরীক্ষা পেন্ডিং- ১৬ টি।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪