মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:
কুমিল্লার তিতাসে এক চিকিৎসকে রিভলবার ঠেকিয়ে চাঁদা আদায় করার ঘটনায় জেলা ডিবি ও থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সাগর (৩২) কে গ্রেফতার করেছে। সোমবার ভোরে ঢাকার মাতুয়াইল এলাকায় অভিযান চালিয়ে একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে তিতাস উপজেলার শাহপুর গ্রামের মৃত হাবুল মিয়ার ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি, মাদক ও ছিনতাইসহ মোট ২১টি মামলা রয়েছে। পরে দুপুরে তাকে নিয়ে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে একটি রিভলবার উদ্ধার করা হয়।
অস্ত্রসহ গ্রেফতার হওয়া সাগরের বিরুদ্ধে অস্ত্র, দ্রুত বিচার আইন,চাঁদাবাজি,চুরি, ছিনতাইসহ ১৯টি মামলা রয়েছে। এছাড়াও অস্ত্র ঢেকিয়ে চাঁদাবাজি এবং অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে নতুন করে দুটি মামলাসহ মোট মামলার সংখ্যা হয়েছে ২১টি। মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হবে। গতকাল সোমবার সন্ধ্যা ৬টায় কুমিল্লা পুলিশ সুপার ফারুক আহমেদ এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
পুলিশ জানায়, গত রোববার বিকেল ৪টার দিকে তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের শান্তির বাজারে পল্লী চিকিৎসক শামসুল হুদার চেম্বারে ঢুকে প্রকাশ্যে রিভলবার ঠেকিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন সন্ত্রাসী সাগর শাহরিয়ার। পরে তাকে নগদ ও বিকাশের মাধ্যমে ৩৯ হাজার টাকা চাঁদা দেন শামসুল হুদা। পরে সিসি টিভি ক্যামরায় ধারণকৃত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়লে সাগরকে গ্রেফতারে অভিযানে নামে থানা পুলিশ ও জেলা ডিবি পুলিশ।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুদিন চন্দ্র দাস বলেন, রোববার রাতে ভাইরাল হওয়া ভিডিওটি দেখে সাগরকে গ্রেফতারে আমরা ও ডিবি পুলিশ অভিযান শুরু করি। সোমবার ভোরে ডেমরা থানার মাতুইল এলাকায় অভিযান চালিয়ে একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে থানায় আনার পর দুপুরে তাকে (সাগর) নিয়ে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। সাগরের বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি, মাদক ও ছিনতাইসহ মোট ২১টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফেতারি পরোয়ানা রয়েছে।