মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:
কুমিল্লা নগরের কালিয়াজুরি এলাকা থেকে একটি দেশীয় অস্ত্র,দুই রাউন্ড কার্তুজ, এক হাজার ২৩৫ পিস ইয়াবা ট্যাবলেট ১৯ বোতল বিয়ারসহ একজনকে গ্রেফতার করে র্যাব ১১ এর সিপিসি ২।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার সকালে কুমিল্লা নগরীর কালিয়াজুরী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি দেশীয় অস্ত্র, দুই রাউন্ড কার্তুজ, এক হাজার ২৩৫ পিস ইয়াবা ট্যাবলেট ১৯ বোতল বিয়ার, রামদা, ছোরাসহএকজন চিহ্নিত অস্ত্রধারীমাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।গ্রেফতারকৃত মোঃ কামাল হোসেন (৪৫) কালিয়াজুরী গ্রামের মৃত নাছির উদ্দিনের ছেলে।
র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানী অধিনায়কমেজরমোহাম্মদ সাকিব হোসেন জানান, কামাল হোসেন দীর্ঘদিন সন্ত্রাসী কার্যক্রমসহ মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল।এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।