গাজীপুরের কালিয়াকৈর উপজেলা হতে ৫৯ লিটার চোলাইমদসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১।মঙ্গলবার (২৩ জুন) সকালে র্যাব-১ এর গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্প এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
আটক আনোয়ার হোসেন (১৯) কালিয়াকৈর উপজেলার সোনাতলী এলাকার মাকসুদ আলমের ছেলে।র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে র্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্পের একটি দল জানতে পারে কালিয়াকৈর উপজেলার ঠেংগারবান্দ এলাকায় চোলাইমদ ক্রয়-বিক্রয় হচ্ছে।
পরে ওই ক্যাম্পের কোম্পনি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুনের নেতৃত্বে ঠেংগারবান্দ এলাকায় মৌচাক-ফুলবাড়িয়া সড়কে অভিযান চালিয়ে আনোয়ার হোসেনকে আটক করা হয়। এসময় তার দখল থেকে ৫৯ লিটার চোলাইমদ জব্দ করা হয়।