মোঃ সজীব হাসান, আদমদিঘী (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার আদমদীঘির সান্তাহারে লকডাউন অমান্য করে অনেকেই বিনা কারনে ঘর থেকে বের হচ্ছেন প্রতিনিয়ত। অনেককেই মাস্ক ছাড়া হাটে-বাজারে ও রাস্তায় চলতে দেখা যায়। শার্টারের অর্ধেক খোলা রেখে দোকানে চলছে কেনা-বেচা। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার সান্তাহারে লকডাউন অমান্য করায় ৫টি মামলায় ৫ হাজার ৪৫০ টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার বিকেলে সান্তাহার পৌর এলাকায় অভিযান চালায় আদমদীঘি উপজেলা প্রশাসন এসময় সান্তাহার সোনার বাংলা মার্কেটের ব্যবসায় প্রতিষ্ঠান রতন ক্লোথ স্টোরকে ৫হাজার টাকা এছাড়া সান্তাহার পৌর শহরের স্বপন হোসেনকে ১০০ টাকা,সানার হোসেনকে ১০০টাকা,আকাশ হোসেনকে ৫০ টাকা,রাহুলকে ২০০ টাকা জরিমানা ধার্য করা হয়। এ বিষয়ে আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার শ্রাবনী রায় জানান,সরকারী বিধি নিষেধ না মেনে অযথা যারা বাহিরে ঘোরা ফেরা করছেন ও ব্যবসায় প্রতিষ্ঠান খোলা রাখছেন তাদের মামলা ও জরিমানার পাশিপাশি সচেতনতার করা হচ্ছে এ অভিযান অব্যহত থাকবে।