আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাইয়ে মাদক চোরাকারবারি এক দাম্পতিকে আটক করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন- মোঃ ছাইদুর রহমান (৪৪) ও তার স্ত্রী মোছাঃ তাসলিমা খাতুন (৩৫)।
আত্রাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ জানান, গতকাল শনিবার দুপুর ৩ টার দিকে উপজেলা ভর-তেতুলিয়া সেভেন স্টার শপিংমল এলাকায় অভিযান চালায়। অভিমানে মোঃ ছাইদুর রহমান ও তার স্ত্রী মোছাঃ তাসলিমা খাতুন নামে এক দাম্পতিকে আটক করা হয়।
পুলিশের দাবি আটককৃতরা পেশাদার মাদক কারবারি। তারা বেশ কিছু দিন ধরে উপজেলা বিভিন্ন এলাকায় গাঁজাসহ বিভিন্ন মাদক সরবরাহ করে আসছিল।
তাদের বিরুদ্ধে আত্রাই থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।