মোঃ সজীব হাসান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘিতে করোনা জারিকৃত নির্দেশ অমান্য করার অপরাধে ৬টি মামলায় ৬জনকে ৫৫০ টাকা মোবাইল কোর্টে অর্থদণ্ড দেওয়া হয়েছে। শনিবার বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী মাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শ্রাবণী রায়। উপজেলা নির্বাহী অফিসার শ্রাবণী রায় বলেন, এদিন বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এসময় সরকারি জারিকৃত বিধিনিষেধ অমান্য করে স্বাস্থ্যবিধি মানাসহ বিভিন্ন কারনে সান্তাহার খাড়ির ব্রিজ এলাকার শাহিনের পানের দোকানে ১শ টাকা, ডালম্বা নজরুলের পানের দোকানে ১শ টাকা, পূর্বঢাকা রোড এলাকার সিএনজি চালক শিমুলের ৫০টাকা, ব্যাটারি চালিত অটোরিকশা চালক রতনের ১শ টাকা, মাইক্রো চালক নজরুলের ১শ টাকা এবং শালগ্রাম এলাকার সিএনজি চালক জহুরুলের ১শ টাকাসহ মোট ৫৫০টাকা মোবাইল কোর্টে জরিমানা করা হয়েছে।