এস কে মুকুল, জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার ইটাখোলা বাজারে “টয়েটা হাইজ” মাইক্রোবাস সহ ১ চোর জনতার হাতে আটক।
আজ শনিবার ৭ আগষ্ট দুপুরের দিকে ইটাখোলা বাজারে চুরি কৃত টয়োটা হাইচ মাইক্রোবাসের ড্রাইভার এর সাথে এক রিপ্রেজেনটেটিভ ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে দর কষাকষির এক পর্যায়ে রিপ্রেজেনটেটিভ এবং আম জনতার কাছে সন্দেহ মূলক মনে হয়।
পরে স্থানীয় জনতা তাকে আটক করে ক্ষেতলাল থানা পুলিশের হেফাজতে দেন। ক্ষেতলাল থানা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে ঢাকা-হ-১১-২৪৭৬ নম্বরের মাইক্রোবাস টি চুরি করা।
শেষ খবর পাওয়া পর্যন্ত চুরিকৃত মাইক্রোবাস এর প্রকৃত মালিককে খবর দেওয়া হয়েছে।
এ বিষয়ে ক্ষেতলাল থানায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।