ফরিদপুর এর বোয়ালমারীতে নসিমনের নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত হয়েছে I ২৩ মে বিকেলে বোয়ালমারী উপজেলার বাগুয়ান গ্রামে যুবলীগ নেতা দাউদুজ্জামানের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে
জানাযায়,নসিমন চালিয়ে বোয়ালমারী থেকে বাড়ি ফেরার পথে উক্ত স্থানে নসিমনের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সাথে ধাক্কা লেগে মারাত্মক আহত হয়,পরে তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করনে I নিহত নসিমন চালকের নাম জিয়াউর রহমান জিয়া(৪০)উপজেলার গুনবহা ইউনিয়নের উমরনগর গ্রামের মৃত নাজির মোল্লার ছেলে I