মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:
কুমিল্লা সদর উপজেলার আমতলী থেকে অভিনব কায়দায় পাকস্থলীতে করে ইয়াবা ট্যাবলেট বহনের সময় একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব-১১ এর সিপিসি-২, এসময়চার হাজার ৩৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার কুমিল্লা সদর উপজেলারআমতলী এলাকায়বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানেঅভিনব কায়দায় পাকস্থলীতে করে ইয়াবা ট্যাবলেট বহনের সময় একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানার দক্ষিন হরিনা গ্রামের মৃত হাজী আশরাফ আলী এর ছেলে মোঃ ইকবাল হোসেন (৩৯)। পরবর্তীতে তার পাকস্থলী থেকে চিকিৎসকের মাধ্যমে চার হাজার ৩৭৫ পিস ইয়াবা ট্যাবেলট উদ্ধার করা হয়।
র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানী অধিনায়কমেজরমোহাম্মদ সাকিব হোসেনজানান, গ্রেফতারকৃতইকবাল দীর্ঘদিন যাবৎ পাকস্থলীতে করে অভিনব কায়দায় ইয়াবা ট্যাবলেট বহন করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।এ বিষয়ে কোতয়ালী মডেল থানায় মামলা হয়।