নাহিদ মিয়া, মাধবপুর {হবিগঞ্জ} প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে ভারতীয় গাঁজাসহ মোঃকালু মিয়া (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবি’র
ধর্মঘর বিওপির ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল হামিদ জানান,গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে ধর্মঘর বিওপির নায়েক রিয়াদ হোসেনের নেতৃত্বে একদল বিজিবি জওয়ান সীমান্তবর্তী ধর্মঘরের সস্তামুড়া এলাকায় অভিযান চালিয়ে দেহ তল্লাশি করে ২ কেজি গাঁজাসহ কালু মিয়াকে আটক করে।
তিনি মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের মোহনপুর গ্রামের মোঃমোহন মিয়ার ছেলে।
হবিগঞ্জ ৫৫ বিজিবি’র ব্যাটালিয়নের
অধিনায়ক লে. কর্নেল এসএমএন সামীউন্নবী চৌধুরী সত্যতা নিশ্চিত করেছেন।