আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ
পুলিশ পরিদর্শক মোঃ শাহ কামাল আকন্দ অফিসার-ইনর্চাজ জেলা গোয়ন্দো শাখা, ময়মনসিংহের নির্দেশে এসআই মোঃ আব্দুল জলিল সংগীয় অফিসার ফোর্সসহ ময়মনসিংহের ভালুকা থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ০২ আগষ্ট/২০২১ খ্রিঃ। ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন উথুরা বাজার থেকে একই তারিখ ১৭.৩০ ঘটিকার সময় ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী ১। ইয়াকুব আলী (৩৮) পিতা নুরুজ্জামাল ওরফে জামাল মাতা মৃত মোমেনা খাতুন, সাং চামিয়াদি মোরগমারা ২। রায়হান (২৮) পিতা কালাম মিয়া, মাতা-রাবিয়া বেগম, সাং তালুটিয়া পূর্বপাড়া, উভয় থানা ভালুকা, জেলা ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।