শামিম বিশ্বাস, রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ
রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের পালের ডাঙ্গী গ্রামের রাতের আধারে ইউনিয়ন পরিষদ সদস্য নজরুল ইসলামের বাড়িতে হামলা ও গুলিবর্ষণের ঘটনায়। অস্ত্র ও গুলিসহ অভিযুক্ত আসামি সনাতন মন্ডল ওরফে আশীষ কুমার মন্ডল (৩২) কে গ্রেফতার করেছে পাংশা মডেল থানা পুলিশ।মঙ্গলবার ৩ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে সরিষা ইউনিয়নের বনোগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পাংশা মডেল থানার দেয়া এক তথ্যে এ বিষয়ে জানা গেছে। তথ্যে বলা হয়েছে। রাজবাড়ী পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামানের দিকনির্দেশনা অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার এর লক্ষে এ এস পি সুমন কুমার শাহ ও পাংশা মডেল থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমানের নেতৃত্বে , এস আই নবীন বিশ্বাস, এস আই মো মিজানুর রহমান, এস আই মো কমাল হোসেন এস আই মো জহিরুল হক, সঙ্গীয় একদল চৌকস টিম। সরিষা ইউনিয়নের নারুয়া থেকে, সনাতন মন্ডল ওরফে আশীষ কুমার মন্ডল (৩২) কে গ্রেফতার করে।
সনাতন মন্ডল ওরপে আশিষ কুমার মন্ডল (৩২), পিতা- নিরাপদ মন্ডল গ্রাম- নাওড়া বনগ্রাম, থানা- পাংশা, জেলা রাজবাড়ীকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে উক্ত আসামীর দেওয়া তথ্য মতে পাংশা থানাধীন নাওড়া বনগ্রাম হতে মাটির নিচে পোতা অবস্থায় ০২ টি দেশীয় লোহার তৈরী ওয়ান শুটার গান, ০৫ টি তাজা কার্তুজ ও ০১ টি ফায়ারকৃত কার্তুজ উদ্ধার করা হয়। এ সংক্রান্তে আসামীর বিরুদ্ধে পাংশা মডেল থানায় অস্ত্র আইনে মামলা দয়ের করা হয়েছে। বলে জানা গেছে।