ইসমাইল ইমন চট্টগ্রাম মহানগর প্রতিনিধি:
বন্দরনগরী চট্টগ্রামে সোমবার ভোররাত হতে সকাল অব্দি থেমে থেমে প্রবল বর্ষণে প্লাবিত হয়েছে চট্টগ্রামের পশ্চিম বাকলিয়া, চকবাজার শুলক বহর, বাহাদ্দারহাট, চাক্তাই সহ একাধিক নিচু এলাকা।
সরেজমিন ঘুরে দেখা যায় রাতভর প্রবল বর্ষণে খালের পানি উপঁচে পড়ে রাস্তার সঙ্গে একাকার। জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে একাধিক এলাকায়। এই সময় বাসিন্দারা ঘর ও দোকানপাট থেকে পানি নিষ্কাশন করতে দেখা যায়।
পানিবন্দি হয়ে পড়া ভুক্তভোগী এলাকাবাসীরা জানান চাক্তাই খালের মুখ খুলে না দেওয়াই চকবাজার, পশ্চিম বাকলিয়া খালপাড় এলাকা দিয়ে বয়ে যাওয়া খাল টির পানি উপঁচে পড়ে রাস্তায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, পানিবন্দি হয়ে পড়েছে স্থানীয় এলাকাবাসী।