নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জমির ক্ষতিপূরণ বাবদ টাকা না দিয়ে জোর পূর্বক রাস্তা নির্মাণে বাঁধা দেওয়ায় প্রতি পক্ষের লোকজন জমির মালিক ও তার স্বজনদের উপর হামলা চালিয়ে মারধর ও কুপিয়ে মারাত্মক জখম করে। এ সময় হামলাকারীরা তাদের বসতবাড়িতে প্রবেশ করে বাড়িঘর আসবাবপত্র ভাঙচুর সহ নগদ টাকা ও মালামাল লুট করে নিয়ে যায়।গতকাল শনিবার (২০ জুন) দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ওই গ্রামের মৃত শরাফত আলীর ছেলে ভুক্তভোগী মোঃ বজলুল হক বাদী হয়ে ঘটনার দিন রাতে দুধঘাট গ্রামের মৃত কুদ্দুস আলী ভূঁইয়ার ছেলে মোঃ সিরাজুল হক ভূঁইয়া (৬০), সিরাজুল হক ভূঁইয়ার ছেলে রাসেল (৩০), মামুন (২৮), সুমন (২৫), মৃত আলী হোসেনের ছেলে সাগর (২৯), মোঃ আকাশ (২৫), ফজর আলী ভূঁইয়ার ছেলে আর আমিন ভূঁইয়া (৩৫), মোঃ রাজু (২৭), মৃত সিরাজের ছেলে জহির (৩৫), আমিরের ছেলে ইকবাল (২৭), মঙ্গলের গাঁও গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে মোশারফ (৪৩) এর নাম উল্লেখ করে এবং আরো ২০/২৫ জনেকে অজ্ঞাত দেখিয়ে উল্লেখ তাদের বিরুদ্ধেসোনারগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ঢাকা- চট্টগ্রাম মহাসড়ক থেকে দুধঘাটা হয়ে ইউনিক পাওয়ার প্লান্টের (কুরবানপুর) সংযোগ রাস্তা প্রশস্ততা করার জন্য টেন্ডার হলে উক্ত প্রশস্ত রাস্তা নির্মাণ কাজের স্থানে অভিযোগকারী মোঃ বজলুল হক ও তার স্বজনদের জমি ও দোকানপাট পড়ে। পরে দোকানপাট ও জমির ক্ষতিপূরণ বাবদ ইউনিক পাওয়ার প্লান্টের সাথে বর্তমান বাজার মূল্য দরদাম চুড়ান্ত করা হয়।
ইউনিক পাওয়ার প্লান্ট কোম্পানী তাদের সম্পত্তির টাকা প্রদান করবে বলে আশ্বস্ত করে। দুধঘাটা গ্রামের মোঃ সিরাজুল হক ভূঁইয়ার ছেলে রাসেল ভূঁইয়া নিজেকে ওই কাজের সাব কন্ট্রোলার দাবী করে। অভিযোগে উল্লেখ করা হয়,দোকানপাট ও সম্পত্তির টাকা পরিশোধ না করে গতকাল শনিবার দুপুরে বিবাদীগণ ধারালো ছোঁয়া,চাকু, রামদা, চাপাতি, হকিস্টিক,রব,কাঠ ও বাস লাঠিসোটা ইত্যাদি সহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে রাস্তার পাশের উক্ত দোকানপাট ভাংচুর করে সম্পত্তি দখল করে সম্পত্তির উপর দিয়ে রাস্তা নির্মাণ করবে বলে জানায়।
এসময় বজলুল হকের ভাই মোস্তফা (৬০) বাঁধা দিতে গেলে বিবাদীরা তাকে মারধর করতে থাকে। খবর পেয়ে তার অন্য ভাই তাজুল ইসলাম (৬৫), মজিবর রহমান (৪৭), ভাতিজা রোমন (২৯) ছুটে মারধর ঠেকানোর চেষ্টা করলে তাদেরকে রড, কাঠ, বাঁশ দিয়ে পিটিয়ে ও দাঁড়ালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে।পরে হামলায় আহতদের স্বজনরা উদ্ধার চিকিৎসার জন্য সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চলে গেল।
হামলাকারীরা আহতদের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল সেট, টিভি ফ্রিজ ও তাদের দোকানে থাকা ৮০ বস্তা চাল সহ প্রায় অদ্য কোটি টাকার মালামাল টাকার লুটতরাজ করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুকএলাকাবাসীর বলেন, সিরাজুল হক ভূঁইয়ার ছেলে এই রাস্তার কাজের কোনো সাব রেজিস্ট্রার নয়।
সিরাজুল হক ভূঁইয়া ও তারছেলে রাসেল, মামুন ও সুমন টাকার এই সম্পত্তির জোরপূর্বক দখল করার দেওয়ার জন্য ভুক্তভোগীদের উপর হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে।তার এলাকার মাদক, জুয়া, জবরদখল, নারী ব্যবসাসহ এমন কোনো অপরাধমূলক কর্মকাণ্ড নেই যা করে না।
যারা এসব অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিবাদ করলে অপরাধীরা মিথ্যা মামলা সহ মারধর ও হত্যার হুমকি প্রদান করে বলে জানায়। তাইতাদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না।এ ব্যাপারে জানতে চাইলেসোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান মনির জানান, মারামারি ও লুটপাটের লিখিত অভিযোগ পেয়েছি।এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।