বেসরকারি সংস্থা সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি) সুবিধাবঞ্চিত ৫শ পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।২৩ মে শনিবার সকাল ১০টায় সংস্থাটির বোয়ালমারী শাখা কার্যালয়ে করোনার প্রাদুর্ভাবে কর্মহীন, গৃহবন্দি-সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে চাল, ডাল, তেল, লবণ, চিনি, সেমাই, গুড়াদুধ এর একটি করে প্যাকেট বিতরণ করে।
উপহার সামগ্রী বিতরণ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ।
অন্যান্যের মধ্যে ছিলেন এসডিসি’র পরিচালক কাজী মসিউর রহমান কচি, সিনিয়র সহকারী পরিচালক খন্দকার নজরুল ইসলাম, জীবন কৃষ্ণ পাল, কাজী হাসান ফিরোজ, কাজী মাসুদুল হক সেলিম প্রমুখ।