আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ২৫/০৭/২০২১ আইসিইউতে চিকিৎসাধীন ২১ জন,মোট রোগী ৪৭৮ জন।গত ২৪ ঘন্টায় নতুন সনাক্ত ৩০৯ জন,নতুন ভর্তি ৬৪ জন,সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ৩২ জন।১০ জন কোভিড পজিটিভ রোগী মারা যান: (১) আফরোজা, ৪০ বছর, নালিতাবাড়ী শেরপুর(২) মমতা, ৫৫ বছর, নেত্রকোনা(৩) গোলাম আযম, ৫০ বছর, দেওয়ানগঞ্জ, জামালপুর(৪) কবির, ৩৩ বছর, সদর, নেত্রকোনা(৫) রতন মিয়া, ৪৭ বছর, শ্রীপুর, গাজীপুর(৬) নিতু, ২৫ বছর, বাঘমারা, সদর, ময়মনসিংহ(৭) আবুল হোসেন, ৬২ বছর, মুক্তাগাছা, ময়মনসিংহ(৮) খাদিজা বেগম, ৬৫ বছর, নকলা, শেরপুর(৯) সোহরাব উদ্দিন, ৭২ বছর, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ(১০) আছিয়া, ৭৫ বছর, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ।৭ জন সন্দেহজনক কোভিড উপসর্গ নিয়ে মারা যানঃ-(১) মাওলানা আবু সাঈদ, ৭৫ বছর, নান্দাইল, ময়মনসিংহ(২) সাথিয়া, ৪৫ বছর, শ্রীপুর, গাজীপুর(৩) দীনেশ চন্দ্র দাস, ৮০ বছর, ময়মনসিংহ(৪) রুস্তম আলী, ৭৩ বছর, সদর, ময়মনসিংহ(৫) আবুল কাশেম, ৪৫ বছর, ত্রিশাল, ময়মনসিংহ । ৬) রেনু বালা, ৫৫ বছর, সদর, ময়মনসিংহ।৭) সাজেদা বেগম, ৫০ বছর, শ্রীবর্দি, শেরপুর। ওয়ান স্টপ ফ্লু কর্নার এ গত ২৪ ঘন্টায় মোট সেবা নিয়েছেন: ৪৩৯ জন। গত ২৪ ঘন্টায় টেলিমেডিসিন সেবা নিয়েছেন:২৬ জন।এসব তথ্য নিশ্চিত করেছেন ডাঃ মোঃ মহিউদ্দিন খান ফোকাল পার্সন (কোভিড)ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল।