ফরিদপুরের বোয়ালমারীতে শুক্রবার (২২ মে) ঢাকা ফেরত ২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩০ জনে। যার মধ্যে সুস্থ হয়েছেন ৩ জন, মারা গেছেন১ জন। আক্রান্তদের মধ্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ২ জন ও বাকিরা নিজ বাড়ীতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।
নতুন আক্রান্তরা হলেন বোয়ালমারী সদর ইউনিয়নের সোতাশী গ্রামের মোস্তফা (৫৯) এবং গুনবহা ইউনিয়নের রেনিনগর গ্রামের সাহিদুল (৩৮)।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান জানান, উভয়ই সপ্তাহখানেকের মধ্যে ঢাকা থেকে এসেছেন। ২০ মে আক্রান্তদের উপসর্গ দেখা দিলে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। ২২ মে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাব থেকে প্রাপ্ত প্রতিবেদনে ওই ২ জনের করোনা পজেটিভ ধরা পড়ে।
নতুন আক্রান্ত সকলের বাড়ী লকডাউন করা হয়েছে।