ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর বাজারে এক ওষুধ ব্যবসায়ী সরকারী খাল দখল করে আরসিসি পিলার করে ভাবন নির্মাণ করছেন। ওই ব্যবসায়ী ইন্দ্রজিত সাতৈর ইউনিয়নের বেড়াদি গ্রামের বাসিন্দা।
জানা যায়, মাঝকান্দি-ভাটিয়াপাড়া সড়কের সাতৈর বাজারের পশ্চিমপাশে ইন্দ্রজিতের নিজের জমির উপর এক তলা ভবন নির্মাণ করে বিশ্বাস ফার্মেসী নামের একটি দোকান রয়েছে। সাথেই পশ্চিমপাশে রয়েছে সরকারী খাস খতিয়ানের ওয়াবদার খাল। যার দাগ নম্বর হচ্ছে ১০০৬ পিছনে ওই খাল অবৈধ ভাবে দখল করে আরসিসি পিলার করে নতুন ভবন নির্মাণ করছেন তিনি।
এ ব্যাপারে ইন্দ্রজিত বলেন, আমার এই খানে ১ শতক জমি। আমি ওই ১ শতক জমিতেই ভবন নির্মাণ করছি। সরকারী কোন জায়গায় ভবন করছি না।স্থানীয় একাধিক ব্যক্তি বলেন, ইন্দ্রজিত তার দোকানের পিছনে সরকারী খাল দখল করে অবৈধ ভাবে ভবন নির্মাণ করছেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাব্বির আহমেদ বলেন, বিষয়টি শুনেছি। সরজমিন তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।