1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১০:৫৭ অপরাহ্ন

মর্ডানার ১২ হাজার ডোজ টিকা এলো রংপুরে

  • সময় : সোমবার, ১২ জুলাই, ২০২১
  • ৪৯৬

আফ্রিদা জাহিন:

মর্ডানার ১২ হাজার ডোজ করোনার টিকা রংপুরে পৌঁছেছে।
সোমবার (১২ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায়। 
মঙ্গলবার (১৩ জুলাই) সকাল থেকে নির্ধারিত টিকা কেন্দ্রগুলোতে মডার্নার গণটিকাদান কার্যক্রম শুরু হবে। 
রবিবার (১১ জুলাই) মধ্যরাতে ভ্যাকসিনবাহী বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ফ্রিজার ভ্যানটি রংপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছায়।  ১২ হাজার ডোজের ৩টি কার্টন  ইপিআর স্টোরে সংরক্ষিত রয়েছে।
সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায় বলেন, মর্ডানার টিকার ৩টি কার্টন রংপুর এসে পৌঁছেছে। প্রতি কার্টনে ১২০ ভায়াল রয়েছে। প্রতি ভায়ালে ১০টি করে ডোজ রয়েছে। এসব ভ্যাকসিন কোল্ড চেইন মেইনটেইন করে ইপিআর স্টোরের আইএলআর ফ্রিজে সংরক্ষিত রয়েছে। মর্ডানার ১২ হাজার ডোজ শেষ হলে পর্যায়ক্রমে আরও ডোজ আসবে।যারা ইতিমধ্যে টিকার জন্য নিবন্ধন করেছে তারাই দ্বিতীয় ডোজ পাবে।
এছাড়াও তিনি জানান, উপজেলা পর্যায়ে ৪০ হাজার সিনোফার্মের টিকা পাঠানো হয়েছে। এসব টিকা সোমবার থেকে প্রদান করা হচ্ছে। টিকা নেওয়ার জন্য অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।যাদের বয়স ৩৫ এর উপর শুধুমাত্র তারা এ টিকা নিতে পারবে। রংপুর সিটি করপোরেশনের মাধ্যমে মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর হাসপাতালের টিকাকেন্দ্রে টিকাদান কার্যক্রম শুরু করা হবে। আগামী ৩০ দিনের মধ্যে মর্ডানার এই ডোজ প্রদান সম্পন্ন করা হবে।
প্রথম ধাপে ৭ ফেব্রুয়ারি থেকে ৫ এপ্রিল পর্যন্ত রংপুরে করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন ১ লাখ ৬৪ হাজার ৭২৪ জন। দ্বিতীয় ধাপে ৯০ হাজার মানুষকে এই টিকা দেওয়া হয়েছে। বর্তমানে শিক্ষার্থীদের টিকা দেওয়ার কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানা যায়।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪