নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সোনাইমুড়ী থানার ফেসবুক অ্যাকাউন্টে এক অজ্ঞাত যুবকের পরিচয় জানতে চেয়ে দুটি ছবি পোষ্ট করা হয়েছে।
গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে সোনাইমুড়ী থানার ফেসবুক অ্যাকাউন্টে এ ছবি পোষ্ট করা হয়।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, এই অজ্ঞাত যুবক সোনাইমুড়ী থেকে একাধিক মোটরসাইকেল চুরির ঘটনা ঘটিয়েছে। তবে পুলিশ এখন পর্যন্ত পুলিশ তার নাম ঠিকানা সম্পর্কে কিছুই জানেনা। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে অজ্ঞাত ওই যুবক আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের একজন সক্রিয় সদস্য। তাই তার নাম ঠিকানা জানতে সিসি ফুটেজ থেকে ছবি সংগ্রহ করে সোনাইমুড়ী থানার ফেসবুক অ্যাকাউন্ট থেকে তার দুটি ছবি পোষ্ট করা হয়েছে।