এম,এ,এস হুমায়ুন কবির,ঢাকা কলেজ প্রতিনিধিঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের আবাসিক শিক্ষার্থীদের টিকা নিশ্চিত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক মো. আখতারুজ্জামানের পক্ষ থেকে স্বাস্থ্য অধিদফতরের পরিচালক বরাবর চিঠি দেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সরকারি সাত কলেজের সমন্বয়ক (ফোকাল পয়েন্ট) ও ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার।
তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভিসি স্বাস্থ্য অধিদফতরের পরিচালক বরাবর চিঠি দিয়েছেন। এছাড়াও আমরা শিক্ষামন্ত্রীর সঙ্গেও যোগাযোগ করছি। আশা করি দ্রুতই একটা সমাধান আসবে। উল্লেখ্য, এর আগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন সব বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের তালিকা চেয়েছিল। সেখানে তালিকা থেকে বাদ পড়েছিল সাত কলেজের আবাসিক শিক্ষার্থীরা। এতে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এরপরই এখন এমন উদ্যোগ নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।