মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:
কুমিল্লায় গত সোমবার বিকাল ৫টা থেকে মঙ্গলবার বিকাল ৫টা পর্যন্ত ২৪ ঘন্টায় ১৫৫ জনের করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। ভাইরাসটিতে সংক্রমিত হয়ে মারা গেছেন ২জন। সুস্থ হয়েছেন ৫০ জন। গতকাল মঙ্গলবার বিকেলে এ তথ্য জানায় কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়।
সর্বশেষ ওই ২৪ ঘন্টায় নমুনা প্রেরণ করা হয়েছে ৫৬৮, প্রতিবেদন পাওয়া গেছে ৫৫৪ জনের । সনাক্তের হার ছিল ২৮ শতাংশ।
সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত পরীক্ষার জন্য ৮৪ হাজার ৫৬৭ জনের নমুনা পাঠানো হয়েছে। রিপোর্ট এসেছে ৮৩ হাজার ৩৮২ জনের। এর মধ্যে ১৪ হাজার ১৮০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ১১ হাজার ৭০০ জন। আর মারা গেছেন ৪৭৫ জন। বিদেশগামী ১২২ জন যাত্রীর করোনা পরীক্ষায় ৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
এদিকে করোনা ভাইরাস সনাক্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় ৬৬ জন, আদর্শ সদর উপজেলার ১২জন, সদর দক্ষিন একজন, বুড়িচং উপজেলায় তিনজন, , চান্দিনা সাতজন,চৌদ্দগ্রাম চারজন, দেবিদ্বার আটজন, দাউদকান্দি আটজন, লাকসাম ছয়জন, লালমাই তিনজন, নাঙ্গলকোট ১৬ জন, বরুড়া সাতজন, মনোহরগঞ্জ ছয়জন, মুরাদনগর সাতজন, তিতাস একজন । গেল ২৪ ঘন্টায় করোনায় মারা একজন দেবিদ্বার অপর জন লামমাই উপজেলার বাসিন্দা।