আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের ত্রিশালে পৃথক পৃথক সড়ক দূর্ঘটনায় এক জন নিহত এবং তিন জন আহত হয়েছেন।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,রোববার দুপুরে উপজেলার বীররামপুর ভাটিপাড়া নামক স্থানে (ঢাকা মেট্রো-ড-১২-২৪২৪) ট্রাকের সাথে বিপরীতে দিক থেকে আসা (ঢাকা মেট্রো ট- ২২-২৮২৯) ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। আর এই সংঘর্ষে ট্রাক চালক দীন ইসলাম (৩৫) গুরুতর আহত হয়।আহতদেরকে ত্রিশাল ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয় বলে জানান ত্রিশাল থানার উপপরিদর্শক বাহার উদ্দিন।অন্যদিকে রোববার বিকাল ৪ ঘটিকার সময় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চেলেরঘাট নাকম স্থানে ঢাকাগামী (ঢাকা মেট্রো-ট- ১৫-৪২১৬) ট্রাকের সাথে ভালুকাগামী লরি গাড়ীকে পেছন দিক হইতে ধাক্কা মারলে গাড়ী দুটি পাশের পুকুরে পরে যায়।লরির চালক সাইজুল (২৫), রাসেল (২২) ও রাজীব (২৫) গুরুতর আহত হয়। ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাইজুল কে মৃত ঘোষণা করে।সাইজুল ত্রিশাল উপজেলার গোপালপুর গ্রামের আনিছুর রহমানের ছেলে,রাসেল ও রাজীব ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার হরিনাতলা গ্রামের মোবারক আলীর ছেলে বলে জানান ত্রিশাল থানার উপ-পরিদর্শক আলগীর হোসেন।