কুবি প্রতিনিধিঃ
সারাদেশে করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের চলমান সকল পরীক্ষা পরবর্তী নির্দেশ দেয়ার আগ পর্যন্ত স্থগিত করা হয়েছে। শুক্রবার (২৫ জুন) বিশ্ববিদ্যালয়ের ৬২ তম একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের।
এছাড়াও তিনি বলেন, কুমিল্লার বাইরে যেসব শিক্ষার্থী রয়েছে তাদের নিজস্ব বিভাগীয় শহরে পৌঁছে দেয়ার জন্য বাস সার্ভিসের ব্যবস্থা করার চেষ্টা করা হবে।
উল্লেখ্য, গত ১৩ জুন থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সকল বিভাগে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আটকে থাকা পরীক্ষা চালু করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।