1. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  2. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  3. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৪:৪০ পূর্বাহ্ন

কুমিল্লায় করা হবে আন্তর্জাতিক মানের ফুটবল স্টেডিয়াম

  • সময় : সোমবার, ১৪ জুন, ২০২১
  • ৩৩৮


মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:


কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম পরিদর্শন করেন জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তারা। গতকাল সোমবার কুমিল্লা স্টেডিয়াম, কুমিল্লা সদর দক্ষিন উপজেলা লালমাইয়ে প্রস্তাবিত আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স ট্যালেন্ট হান্ট আবাসিক ক্রিকেট একাডেমি পরিদর্শন করেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মাসুদ করিম।
এসময় বাংলাদেশ ফুলবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ, জাতীয় ক্রীড়া পরিষদের পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক সরোয়ার জাহান, কুমিল্লা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আরফানুল হক রিফাত, কুমিল্লা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন, অতিরিক্ত সাধারন সম্পাদক খায়রুল আলম সোহাগ, কুমিল্লা জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বাদল খন্দকার, কোষাদক্ষ আল আমিন ভূইয়া, সদস্য আব্দুল কুদ্দুস, মোজাহের উদ্দিন সেন্টু, দেলোয়ার হোসেন জাকিরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
কুমিল্লায় স্টেডিয়াম পরিদর্শন করেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মাসুদ করিম বলেন, ফুটবল এখনও দেশের সকল মানুষের কাছে জনপ্রিয় একটি খেলা। এটি এখনো হারিয়ে যায়নি। ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে এসব উদ্যোগ নেয়া হয়েছে। এখনো মানুষ টিকেট কেটে স্টেডিয়ামে গিয়ে ফুটবল খেলা উপভোগ করেন। সে হিসেবে মফস্বলের খেলাধুলাকে জাতীয় ও আন্তর্জাতিক মানের পর্যায়ে নিতে রাজধানীর বাহিরের স্টেডিয়ামগুলোর অবকাঠামোগত উন্নয়ন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় কুমিল্লায় ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের ফুটবল স্টেডিয়ামে রূপান্তর করা হবে।
তিনি আরও বলেন, ঢাকার বাহিরে যে কয়েকটি স্টেডিয়াম রয়েছে তার মধ্যে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম অনেক নান্দনিক। এখানে আরও কিছু উন্নয়ন করা হলে এটি একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম হবে। এখান থেকে খেলোয়াররা জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়ার হিসেবেও গড়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪