মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:
গেল ২৪ ঘন্টায় কুমিল্লা জেলায় করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলার মৃত্যুর সংখ্যা ছাড়ালো ৪৫১ জন। নতুন করে ১৫জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলা জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৩৮জন।
১৩ জুন রবিবার বিকালে কুমিল্লা জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানায়, করোনায় নতুন ৩ জনের প্রানহানির মধ্যে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় ১ জন,সদর দক্ষিণ উপজেলায় ১ জন ও মনোহরগঞ্জ উপজেলায় ১ জন।
এছাড়া ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে জেলার কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় ৬জন,বুড়িচং উপজেলায় ১জন, সদর দক্ষিণ উপজেলায় ১ জন,আর্দশ সদর উপজেলায় ৩ জন, লাঙ্গলকোট উপজেলায় ১ জন, মনোহরগঞ্জ উপজেলায় ২জন,চান্দিনা উপজেলায় ১ জন।
কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় সুস্থ হয়েছেন ৪০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১০ হাজার ৯৫৩ জন করোনা রোগী। এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ৭৮ হাজার ১৯১ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ৭৭ হাজার ৭৫৪ জনের। এর মধ্যে ১৩ হাজার ৩৮জনের করোনায় আক্রান্ত হয়েছেন।