জবি প্রতিনিধি :
কোভিড-১৯ টিকা নিশ্চিত করতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শুধুমাত্র এনআইডি (NID) কার্ড ধারী শিক্ষার্থী ও গবেষকদের তথ্যাদি প্রেরণের জন্য আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গত বৃহস্পতিবার (৩ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সকল স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থী এবং এমফিল ও পিএইচডি গবেষকবৃন্দকে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদানের লক্ষ্যে তাদের তালিকা স্বাস্থ্য অধিদপ্তরে প্রেরণের জন্য জাতীয় পরিচয়পত্রধারী শিক্ষার্থী ও গবেষককে জরুরি ভিত্তিতে আগামী ১০ জুনের মধ্যে www.jnu.ac.bd/vfc19 এই লিংকে তথ্যাদি প্রদানের জন্য অনুরোধ করা হলো। পরবর্তীতে শিক্ষার্থী ও গবেষকদের করণীয় সম্পর্কে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলেও এতে জানানো হয়েছে।
যাদের এনআইডি (NID) কার্ড নেই তাদের ব্যাপারে ডেপুটি রেজিস্ট্রার মোঃ মশিরুল ইসলাম বলেন, টিকা জাতীয়ভাবে এনআইডি ছাড়া দিচ্ছে না এজন্য এনআইডি চাওয়া হয়েছে। যদি জাতীয় ভাবে এনআইডি ছাড়া টিকা দেয়ার সিদ্ধান্ত হয় তাহলে পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের সবার তথ্য আমরা পাঠিয়ে দিবো। এখন শুধু যাদের এনআইডি আছে তারা আবেদন করবে।