এয়ারপোর্ট প্রতিনিধি:
” শুল্ক ফাঁকি রোধে আমদানী নিয়ন্ত্রিত তামাক জাতীয় পন্য ও স্বর্ণ আটকে কাস্টম হাউস, ঢাকা প্রিভেন্টিভ টীম ও এয়ারপোর্ট এ শিফট এর অসামান্য সাফল্য “
অদ্য ০১/০৬/২০২১ তারিখে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অভিযান চালিয়ে এমিরেটস এয়ারলাইন্স EK 584 ফ্লাইট হতে দুবাই ফেরত দুইজন যাত্রীর নিকট হতে আমদানি নিয়ন্ত্রিত ১,২৬,৬০০ (এক লক্ষ ছাব্বিশ হাজার ছয়শত) শলাকা Esse brand এর বিদেশি সিগারেট, ৮ পিস আইফোন, ২০০ গ্রাম স্বর্ণালংকার ও ০৯ বোতল মদ আটক করেছে কাস্টম হাউস , ঢাকা এর প্রিভেন্টিভ টিম ও এয়ারপোর্ট এ-শিফট ।
পাসপোর্ট অনুসারে যাত্রীর নাম
(১) মোঃ রফিকুল ইসলাম এবং
(২) মেহেদি হাসান।
উভয় যাত্রীর বাড়ি নারায়নগঞ্জ জেলায়।
আটক পণ্যের আনুমানিক মূল্য ৩৫ লক্ষ টাকা।
আটককৃত পণ্যের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।