আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের ত্রিশালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল বালক-বালিকা অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টের সভা অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার ২৭ মে সকালে উপজেলা পরিষদের রাশেদুজ্জামান হলরুমে এ সভা অনুষ্ঠিত হয় ।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য,ত্রিশাল উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবদুল মতিন সরকার।ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানটি এ সভা পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান হুমায়ুন কবীর আকন্দ ও মহিলা-ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম রুমা,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন,উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তোফায়েল আহমেদ,উপজেলা সহকারি প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান,উপজেলা কৃষি কর্মকর্তা শোয়েব আহমেদ,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মদ সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।সভায় ১২ টি ইউনিয়ন ও পৌরসভার টিমসহ মোট ১৩ টি দল থেকে লটারির মাধ্যমে ১ নং ধানীখোলা ইউনিয়ন সরাসরি সেমি-ফাইনালে এবং অন্যান্য ১২ টি দল থেকে ৩টি দল নক আউট পদ্ধতি অনুসারে সেমিফাইনালে উন্নীত হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়। এভাবে আগামী ২ জুন ফাইনাল খেলায় বিজয়ী দল জেলা পর্যায়ের খেলায় অংশগ্রহণ করবে।