শাহাদাত রাসেল চৌধুরী, বিশেষ প্রতিনিধিঃ
সিঙ্গাপুরে বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুর বিডিচ্যামের পক্ষ থেকে ত্রাণ ও সমাজ কল্যান উপ কমিটির নির্দশনায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে করোনায় আক্রান্ত রোগীদের জন্য বায়োমিডিয়া ইন্টারন্যাশনাল থেকে ৫ লিটার ৭টি অক্সিজেন কনসেনট্রেটর ক্রয় করে জমা দেওয়ার জন্য, সিঙ্গাপুর অগ্রনী এক্সচেঞ্জের সিইও শরিফুল ইসলামের নিকট অগ্রণী এক্সচেঞ্জের বঙ্গবন্ধু কর্ণারে চেক হস্তান্তর করা হয়, এ সময় উপস্থিত ছিলেন সিঙ্গাপুর বিজনেস চেম্বারের সভাপতি প্রফেসর ডাঃ এম এ রহিম এবং সাধারণ সম্পাদক সাব্বির হাসান সাহান সিঙ্গাপুর অগ্রণী এক্সচেঞ্জের সিইও এবং অগ্রণী এক্সচেঞ্জের অন্যান কর্মকর্তারা, সিঙ্গাপুর বিজনেস চেম্বারের পক্ষ থেকে সভাপতি প্রফেসর ডাঃ এম এ রহিম এবং সাধারণ সম্পাদক সাব্বির হাসান সাহান বলেন, দেশের বাহিরে থেকে আমাদের দেশের সরকারের পাশাপাশি আমাদের সকলের নূন্যতম সহযোগিতা দেশের সাধারণ জনগনের জন্য বড় ধরনের উপকারে আসতে পারে তাই প্রবাসের সকল সংগঠনকে এবং সামর্থ্যবানদেরকে সরকারের পাশাপাশি সাধারণ মানুষের জন্য অবদান রাখা আমাদের সকলের দায়িত্ব সিঙ্গাপুর বিজনেস চেম্বার অতিতেও দেশ এবং জাতীর জন্য কাজ করেছে এবং ভবিষ্যতেও দেশ এবং জাতীর জন্য কাজ করবে বলে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,