শাহাদাত রাসেল চৌধুরী বিশেষ প্রতিনিধি :
সিঙ্গাপুরে তোয়াস শিল্প এলাকায় অগ্নিকান্ডের ঘটনায় নিহত হয় দুই বাংলাদেশী অভিবাসী শ্রমিক এবং মারাত্মক আহত হয়ে হসপিটালে চিকিৎসাধীন রয়েছে আরো ছয় বাংলাদেশী শ্রমিক, বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুরের পক্ষ থেকে সংগঠনের সভাপতি প্রফেসর ডাঃ এম এ রাহীম এবং সাধারণ সম্পাদক সাব্বির হাসান( সাহান)এর নেতৃত্বে গতকাল আহত এবং নিহত শ্রমিকদের মাঝে নিদিষ্ট পরিমান অর্থ পৌঁছে দেওয়া হয় প্রত্যেকের হাতে, নিতহ দুই অভিবাসী শ্রমিকের পরিবারের নিকট (বিডি চ্যেমের) দায়িত্বশীল বেক্তিদের মাধ্যমে তাদের পরিবারের হাতে পৌঁছে দেওয়া হয় নগদ অর্থ, বিভিন্ন ডরমিটরিতে এবং হসপিটালে অবস্থান করা প্রবাসীদের সাথে দেখা করে বিজনেস চেম্বারের নেতারা তাদের খোঁজ খবর নেন,এবং চেক হস্তান্তর করেন, এসময় আরো উপস্থিত ছিলেন বিডি চ্যেমের অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম চৌধুরী, মুজিবুর রহমান, সার্বিক সহযোগিতায় ছিলেন আশরাফুল ইসলাম খান রবিন আসাদ মামুন,,বিডি চ্যেমের পক্ষ থেকে বলা হয় অভিবাসী শ্রমিদের পাশে বিজনেস চেম্বার সিঙ্গাপুরের নেতৃবেন্দ সব সময় সহযোগিতার হাত বাড়িয়ে দিবে এবং প্রবাসী বাংলাদেশিদের পাশে থাকার আশাবাদ প্রকাশ করেন।