1. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  2. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  3. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকাবাসীকে নিরাপত্তা প্রদানের মহান দায়িত্বে পিছিয়ে থাকার কোন সুযোগ নেই-ডিএমপি কমিশনার আজ ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধি দল সবজি, পেঁয়াজ ও মুরগির দাম কমলেও, কমেনি আলুর দাম ঘোষিত হলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ডিএমপি কমিশনার মোঃ সাজ্জাত আলীর দায়িত্বভার গ্রহণ নতুন পুলিশ প্রধানের দায়িত্বভার গ্রহণ এমন বাংলাদেশ গড়তে চাই, যেখানে জনগণই সকল ক্ষমতার মালিক হবেন- প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা ও খালেদা জিয়ার সাক্ষাৎ ঢাকা মহানগরে ব্যাটারিচালিত রিকশা বন্ধে হাইকোর্টের নির্দেশ প্রয়োজনীয় কিছু সংস্কার শেষেই দ্রুত সম্ভব নির্বাচন সংঘটিত হবে-আইন উপদেষ্টা

বাঁশখালীতে ট্রাকের ধাক্কায় ধুমড়ে মুছড়ে গেছে সিএনজি: মা-মেয়েসহ নিহত- ৩

  • সময় : সোমবার, ১০ মে, ২০২১
  • ২৭৪

এনামুল হক রাশেদী, বাঁশখালী(চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলা প্রধানসড়কে ট্রাকের ধাক্কায় ধুমড়ে মুছড়ে গেছেসিএনজি অটোরিক্সা। সিএনজি অটোরিক্সারযাত্রী মা-মেয়েসহ ঘটনাস্থলেই নিহত হয়েছে৩জন, এবং গুরুতর আহত হয়েছেন আরো২জন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজহাসপাতালে ভর্তি করা হয়েছে। মর্মান্তিকদূর্ঘটনাটি ঘটেছে বাঁশখালী উপজেলা প্রধান সড়কের সাধনপুর ইউনিয়নের বৈলগাঁও দমদমদিঘী এলাকায়।

১০ মে’২১ ইং, সোমবার দুপুর সাড়ে ১২টায় সিএনজি অটোরিক্সাটি চকরিয়া থেকে বাঁশখালীহয়ে চট্টগ্রাম মহানগরীতে যাচ্ছিল একিই সময় এস আলম সিমেন্ট লিখা একটি বড় খালি ট্রাক ( নং চট্টমেট্রো –ট- ১১৬৫১৭) দ্রূতগতিতে চট্টগ্রাম শহরমুখী যাওয়ার সময় সাইড নিতে গিয়েবাঁশখালীর সাধনপুর ইউনিয়নের বৈলগাঁওদমদম দিঘী এলাকায় সিএনজিটিকে পিছন থেকে সজোরে ধাক্কা দিলে সিএনজিঅটোরিক্সাটি দুমড়ে-মুছড়ে গিয়ে রাস্তার পূর্বপাশেখাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজি’র৩জন যাত্রি মৃত্যুবরন করে এবং সিএনজি চালক সহ বাকি ৩ জন গুরুতর আহত হন। ঘটনার পরপরই ঘাতক ট্রাকের চালক পালিয়ে গেছে।নিহতরা হচ্ছেন, বান্দরবন জেলার নাইক্ষংছড়িউপজেলার বাইশারী গ্রামের মো. হাশেমের ছেলেআব্দুর রহিম(২৫), কক্সবাজার জেলার চকরিয়াউপজেলার আরমানের স্ত্রী সানজিদা করিমপ্রিয়া (২৩), তার মেয়ে প্রিয়া মনি (০৩)।আহতরা হলেন চকরিয়ার নুরুল ইসলামের ছেলেআরমান (২৮)। নিহত দুইজন চকরিয়ার নুরুল ইসলাম আরমানের স্ত্রী ও মেয়ে, অন্য ২ জন হলেন আব্দুস সোবাহানের ছেলে মাহি(১৮) ওনুর মোহাম্মদের ছেলে আইয়ুব (২২)। হতাহতসবার বাড়ি বাঁশখালীর বাহিরে।

প্রত্যক্ষদর্শীরা জানান,‘ এস আলম সিমেন্ট লিখাখালি ট্রাক ( নং চট্টমেট্রো –ট- ১১ ৬৫ ১৭) ওসিএনজি অটোরিক্সাটি বাঁশখালী হয়ে চট্টগ্রামমহানগরীতে যাচ্ছিল। দুইটি গাড়ি দ্রুত গতিতেচলমান অবস্থায় প্রধান সড়কের বৈলগাঁও দমদমদিঘী এলাকায় পৌঁছলে ট্রাকটি সাইড নিতে গিয়েসিএনজি অটোরিক্সাকে সজোরে পিছনে ধাক্কাদেয়। ওই অবস্থায় সিএনজি অটোরিক্সাটিদুমড়ে-মুছড়ে গিয়ে রাস্তার পূর্বপাশে খাদে পড়েযায়। ঘটনাস্থলে ৩জন মারা যান এবং ৩ জনগুরুতর আহত হন। ঘাতক ট্রাকের চালকপালিয়ে গেছে। দূর্ঘটনার পর পর ঘটনাস্থল পরিদর্শন করেন, বাঁশখালী উপজেলা নির্বাহীকর্মকর্তা মো. সাইদুজ্জামান চৌধুরী ও বাঁশখালীথানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদসফিউল কবির পরিদর্শন করেন। ঘাতক ট্রাকটির চালক পালিয়ে যেতে সক্ষম হলেও ট্রাকটিকে জব্দ করেন বাঁশখালী থানা পুলিশ। বাঁশখালী থানারঅফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সফিউলকবির বলেন,‘ ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।ঘাতক চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ৩টি লাশউদ্ধার করা হয়েছে। গুরুতর আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল(চমেকে)চিকিৎসাধীন আছে।

উল্লেখ্য: বাঁশখালীর প্রধান সড়কে ২০২০ সালের মাঝামাঝি সময় থেকে আশংকাজনক হারে সড়ক দূর্ঘটনা ও হতাহত বৃদ্ধি পেলে সমালোচনার ঝড় উঠে। এক পর্যায়ে সড়ক দূর্ঘটনা রোধ ও নিরাপদ সড়কের বিভিন্ন দাবীতে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের ব্যানারে মানববন্ধন সহ বিভিন্ন আন্দোলনের কর্মসূচী বাস্তবায়ন করা হলেও কার্য়ত: সে দাবীর কিছুই বাস্তবায়ন হয়নি। ফলে দূর্ঘটনার হারও কমেনি।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪