1. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  2. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  3. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৭:০০ অপরাহ্ন

কুবি বিএনসিসির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অসহায়দের মাঝে ইফতারি সামগ্রী বিতরণ

  • সময় : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
  • ৩৪৬


আসাদুজ্জামান রাব্বি, কুবি প্রতিনিধিঃ


 কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) বিএনসিসি প্লাটুনের ১২ তম  প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রায় অর্ধশত অসহায় মানুষদের মাঝে ইফতারি সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি অফিসের সামনে বিএনসিসি প্লাটুনের ক্যাডেট আন্ডার অফিসার (সিইউও) মাহমুদুল হাসানের উপস্থিতিতে এ ইফতারি সামগ্রী বিতরণ ও করোনা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে মাক্স বিতরণ করা হয়।
এই ইফতারি সামগ্রী বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় প্লাটুনের ক্যাডেট আশরাফুল ইসলাম, এক্স-ক্যাডেট কর্পোরাল আব্দুল মোমিন, রাসেল আহমেদসহ আর অনেকে।
এছাড়াও এদিন সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  বিকেল ৩টায় কুবি বিএনসিসি প্লাটুনের ক্যাডেট আন্ডার অফিসার (সিইউও) মাহমুদুল হাসানের সভাপতিত্বে এবং ক্যাডেট কর্পোরাল ইশতিয়াক আহমেদ এর সঞ্চালনায় বর্তমান এবং সাবেক ক্যাডেটদের নিয়ে এক ভার্চুয়াল জুম মিটিং এর আয়োজন করা হয়। 
প্রতিষ্ঠার এক যুগ পূর্তি উপলক্ষ্যে মাহমুদুল হাসান বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুন আজ সফলতার ১২ তম বর্ষ পেরিয়ে ১৩ তম বর্ষে পদার্পণ করতে যাচ্ছে। সফলতার এক যুগ পূর্তি উপলক্ষ্যে বিএনসিসি পরিবারের সকলের প্রতি রইল কৃতজ্ঞতা ও ভালোবাসা। আশাকরি অদূর ভবিষ্যতে বিএনসিসি কুবি প্লাটুনের চৌকস ক্যাডেটদের সুযোগ্য নেতৃত্ব দ্বারা কুবি বিএনসিসি প্লাটুন আরো অনেক দূর এগিয়ে যাবে।”
এছাড়াও এ মিটিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় পুরুষ প্লাটুনের প্লাটুন কমান্ডার ২/লে: ( বিএনসিসিও) ড. মো. শামিমুল ইসলাম এবং মহিলা প্লাটুনের প্লাটুন কমান্ডার মোছা: শামসুজ্জামান।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪