যশোর জেলা প্রতিনিধি:
যশোর সদর উপজেলার কাশিমপুর ও সাতমাইল এলাকার মাদক সম্রাট সোহেল রানাকে সহযোগীসহ আটক করেছে চৌগাছা থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১৫ বোতল ফেনসিডিল উদ্ধার হয়। এই তথ্য নিশ্চিত করে চৌগাছা থানার এসআই রাজেক জানান, সোহেল রানাসহ দুইজনকে শুক্রবার আদালতে চালান দেয়া হয়েছে। সোহেল রানা কাশিমপুর ইউনিয়নের নওদা গ্রামের সাবেক মেম্বর আবুল খায়েরের ছেলে।
এসআই রাজেক জানান, চৌগাছা উপজেলার সিংহঝুলী গ্রামের আজহার আলীর ছেলে জিয়াউর তরফদার ও সোহেল রানা সীমান্তবর্তী এলাকা থেকে ১৫ বোতল ফেনসিডিল নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় ফিরছিলো। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা হয়েছে। এদিকে, স্থানীয়রা জানিয়েছেন, কাশিমপুর ও সাতমাইল এলাকায় সোহেল রানার একটি শক্তিশালী মাদক সিন্ডিকেট রয়েছে। সিন্ডিকেটের সদস্যরা এলাকায় প্রকাশ্যে মাদকের ব্যবসা করে। স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় সোহেল রানার মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করার সাহস পায়না। সূত্রটি আরও জানায়, চৌগাছার বিভিন্ন সীমান্ত এলাকার মাদকের গডফাদারের সাথে সোহেল রানার সু সম্পর্ক রয়েছে। তাদের কাছ থেকে ফেনসিডিল নিয়ে সিন্ডিকেটের সদস্যদের মাধ্যমে সাতমাইল ও কাশিমপুর এলাকায় বিক্রি করে। সূত্র জানায়, সোহেল রানা ও তার প্রধান সহযোগী জিয়াউর আটক হওয়ার পরও সিন্ডিকেটের সদস্যরা থেমে নেই। তারা মাদক বিকিকিনি অব্যাহত রেখেছে। তবে মাদক সম্রাট সোহেল রানা আটক হওয়ায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন