আনোয়ার সাদত জাহাঙ্গীরঃজেলা প্রতিনিধি,ময়মনসিংহঃ
ময়মনসিংহের সিটি কর্পোরেশন এলাকায় বালুবাহী একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। রোববার (১৮ এপ্রিল) রাতে নগরীর মাসকান্দা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।নিহতরা হলেন পাটগুদাম মুক্তিযোদ্ধা পল্লীর মৃত আবুল হোসেনের ছেলে সুজন (২৮) ও পার্শ্ববর্তী দুলদুল ক্যাম্পের বাসিন্দা সুরুজ আলীর ছেলে সুমন (১৩)।নিহত সুমনের চাচা তোফাজ্জল হোসেন বলেন, সুজন পাটগুদাম এলাকার ভাঙারি ব্যবসায়ী ও সুমন তার দোকানের কর্মচারী। রাতে সুমনের সঙ্গে নিজের মোটরসাইকেল করে বাইপাস এলাকায় একটি দোকানে পাওনা টাকা আনতে যাচ্ছিল। পথে এই দুর্ঘটনাটি ঘটে।ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আলাউদ্দিন বলেন, রাতে সড়কটি ফাঁকা পেয়ে দ্রুতগতিতে কিছুটা হেলেদুলে যাচ্ছিল তারা। ওই মোটরসাইকেলের পেছনেই ছিল বালুবাহী একটি ট্রাক। চালক সুজন তার সামনে একটি অটোরিকশা দেখতে পেয়ে দ্রুত গতি থামালে ট্রাকটি তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়।তিনি আরো বলেন, এতে তারা ছিটকে পড়ে যান। এ সময় ট্রাকটির চাকার নিচে পড়ে পিষ্ট হয়ে তারা দুজনই ঘটনাস্থলে মারা যান। কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ তালুকদার বলেন,বালুবাহী একটি ড্রাম ট্রাক ময়মনসিংহ থেকে ত্রিশালের উদ্দেশ্যে যাচ্ছিল।হঠাৎ একটি মোটরসাইকেল ট্রাকের মুখে পড়ে যায়।এতে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে সুজন মিয়া ঘটনাস্থলেই মারা যান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।