কুবি প্রতিনিধিঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন থিয়েটারের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বুধবার (১৪ এপ্রিল) বিকেল তিনটায় থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয় এর সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ এর সঞ্চালনায় “নয় থেকে দশে থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয় ” শীর্ষক এক আলোচনা অনুষ্ঠান এবং মিলনমেলার মাধ্যমে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
এসময় ইশতিয়াক আহমেদ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন , “১৪ এপ্রিল বাঙালিদের উৎসবের দিন, আর এ দিনেই থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয় এর প্রতিষ্ঠা। সব মিলিয়ে এ দিনটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। সবকিছু ঠিক থাকলে হয়তো আমরা দিনটি নাটক করার মাধ্যমে উদযাপন করতাম। আশাকরি পৃথিবী খুব তাড়াতাড়ি সুস্থ হবে এবং আমরাও খুব তাড়াতাড়ি মঞ্চে ফিরতে পারব। সবাই ঘরে থাকুন সুস্থ থাকুন। “
অনুষ্ঠানে সাবেক নাট্য কর্মীরা থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয় এর ৯ম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে নানা স্মৃতিচারন করেন এবং উপদেষ্টারা থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয় এর ভবিষ্যৎ পথ চলার জন্য বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল উপদেষ্টা নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আইনুল হক, নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এন.এম.রবিউল আউয়াল চৌধুরী এবং বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নাহিদা নাহিদ।
উল্লেখ্য, থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয় ২০১২ সালের ১৪ এপ্রিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু করে।