1. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  2. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  3. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১০:০১ অপরাহ্ন

লকডাউনে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকলে মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে প্রবাসীরা

  • সময় : সোমবার, ১২ এপ্রিল, ২০২১
  • ৪৪৪

শাহাদাত রাসেল চৌধুরী বিশেষ  প্রতিনিধিঃ


আগামী ১৪ তারিখ থেকে সরকার ঘোষিত লকডাউনে আন্তর্জাতিক সব ফ্লাইট বন্ধ ঘোষণা করা হয়েছে, যাতে মারাত্মক চিন্তা এবং বিড়ম্বনায় পড়তে হবে বলে আশঙ্কা করছেন বিভিন্ন দেশে ফেরত যাওয়ার অপেক্ষায় থাকা রেমিট্যান্স যোদ্ধারা, বিশেষ করে করোনার প্রথম পর্যায়ের পরে সিঙ্গাপুর সরকার বাংলাদেশ থেকে জনবল নিয়োগের জন্য আগ্রহ প্রকাশ করে বাংলাদেশ থেকে প্রবাসী শ্রমিক নেওয়া শুরু করেছিল, তারই ধারাবাহিকতায় বেশকিছু প্রবাসী বাঙালি সিঙ্গাপুরে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে এবং অনেকেই সিঙ্গাপুরে গিয়ে কাজকর্ম শুরু করেছেন, তবে সিঙ্গাপুরে প্রবেশের ক্ষেত্রে এরইমধ্যে মানতে হচ্ছে সিঙ্গাপুর সরকারের বেশ কিছু নির্দেশনা, নির্দেশনাগুলো মানার পরেই শুধুমাত্র সরকারের অনুমতি মিলছে সিঙ্গাপুরে ঢোকার  জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে অনেক প্রবাসীকে,তার মধ্যে সর্বশেষ ধাপ যেটি অনুসরণ করতে হয় সেটি হচ্ছে এন্ট্রি এপ্রুভাল,যেটি বর্তমানে সিঙ্গাপুরের ঢোকার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ,এন্টি এপ্রুভাল  পাওয়ার পরই শুধুমাত্র টিকেট কেটে প্রবাসীরা সিঙ্গাপুরে ঢুকতে পারছেন সিঙ্গাপুরে এন্ট্রি এপ্রুভাল পাওয়াটা খুব কষ্টকর একটি বিষয়,এরই মধ্যে অনেক প্রবাসী এন্ট্রি এপ্রুভাল পেয়ে অপেক্ষা করছেন সিঙ্গাপুরের ঢোকার জন্য, কিন্তু সাম্প্রতিক বাংলাদেশ সরকার ঘোষিত লকডাউন এর কারণে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ ঘোষণা হলে  এখন যারা এন্ট্রি এপ্রুভাল পেয়েছে তারা সঠিক সময়ে   সিঙ্গাপুরে যেতে পারবেননা, সেই ক্ষেত্রে আবার আন্তর্জাতিক ফ্লাইলাইট গুলো চালু হলে আবারও নতুন করে এন্ট্রি এপ্রুভাল  নিতে হবে ,এবং সেটি  কবে নাগাদ পাওয়া যাবে তা অনিশ্চিত, এই কারনে অসংখ্য  প্রবাসীরা অর্থৈনিক ক্ষতির সম্মুখীন হবে অনেকেই ঋণের বোঝা নিয়ে সর্বশান্ত হতে হবে,তাই গত কয়েকদিন থেকে সিঙ্গাপুর সহ বিশ্বের অন্যান্য দেশের প্রবাসীরা এই বিষয়টা নিয়ে শংকিত এবং অনিশ্চয়তায় ভুগছেন , বিশেষ করে সিঙ্গাপুর প্রবাসীরা তাদের নিজস্ব সামাজিক যোগাযোগ  মাধ্যম ফেইসবুকে সহ অন্যান মাধ্যমে  আমাদের দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মাননীয় প্রধানমন্ত্রী বরাবর বিভিন্ন খুদেবার্তা দিচ্ছেন যাতে আন্তর্জাতিক ফ্লাইট গুলো চালু থাকে,  সিঙ্গাপুরে যাদের এন্ট্রি এপ্রুভাল হয়েছে তারা যেনো সিঙ্গাপুর নির্ধারিত সময়ে  যেতে পারে সে ব্যবস্থা গ্রহন করার জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে প্রবাসীরা,এবং প্রবাসীরা আশাবাদী সরকার রেমিট্যান্স যোদ্ধাদের বিষয়টি সর্বোচ্ছ গুরুত্ব দিয়ে ব্যাবস্থা গ্রহন করবে,

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪