1. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  2. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  3. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :

‘ডায়মন্ড ইন দ্যা ডেসার্ট’ বিশ্বকাপের পাঁচ তারকা স্টেডিয়াম

  • সময় : বুধবার, ১৭ জুন, ২০২০
  • ২৪৬

বিশ্বকাপের জন্য সম্পূর্ণ প্রস্তুত করা হয়েছে কাতারের এডুকেশন সিটি স্টেডিয়াম। এই নিয়ে তিনটি স্টেডিয়াম পুরোপুরি প্রস্তুত হলো ২০২২ কাতার বিশ্বকাপের জন্য। নির্মাণ শৈলীর জন্য এরই মধ্যে পাঁচ তারকা রেটিং পেয়েছে স্থাপনাটি।

আর সৌন্দর্যের জন্য স্টেডিয়ামটির নাম রাখা হয়েছে ডায়মন্ড ইন দ্যা ডেসার্ট।’ডায়মন্ড ইন দ্যা ডেসার্ট’ নামেই স্পষ্ট কতটা দৃষ্টি নন্দন হতে পারে এই স্থাপনা। রাতের আলোয় যখন ভাস্বর হয়ে উঠে এর সৌন্দর্য, তখন মনে হয় এ যেন সত্যিই মরুভূমির মাঝে একটি হীরক খণ্ড। বলছি কাতার বিশ্বকাপের জন্য প্রস্তুত এডুকেশন সিটি স্টেডিয়ামের কথা।শুধু রাতেই নয়! দিনের আলোতেও খুব সহজে বোঝা যায় স্টেডিয়ামটির সৌন্দর্য।

মূলত নির্মাণ শৈলীই এটিকে আলাদা করেছে বাকি স্থাপনাগুলো থেকে। আর তাই বিশ্বকাপের জন্য কাতার যে আটটি ভেন্যু প্রস্তুত করছে, তার মধ্যে শুধু মাত্র এডুকেশন সিটি স্টেডিয়াম পেয়েছে ফাইভ স্টার গ্রেড।কাতার বিশ্বকাপের প্রধান নির্বাহী নাসির আল খাতির বলেন, সত্যিই অসাধারণ লাগছে স্টেডিয়ামটি। রাতের আলোয় যখন আপনি এটি লক্ষ্য করবেন মুগ্ধ না হয়ে থাকতে পারবেন না। আবার দিনের আলোতে এর ভিন্ন রূপ। এছাড়াও স্টেডিয়ামটির ভেতরের সৌন্দর্য অন্যরকম।

বিশ্বকাপের জন্য আমরা আটটি ভেন্যু প্রস্তুত করছি। এর মধ্যে এটা তৃতীয়। আর ফাইভ স্টার রেটিং পাওয়া কাতারের একমাত্র স্টেডিয়াম।বর্তমানে স্টেডিয়ামটির ধারণ ক্ষমতা ৪০ হাজার। যদিও শুরুতে ধারনা করা হয়েছিলো ৪৬ হাজার সমর্থক একত্রে সেখানে ম্যাচ উপভোগ করতে পারবে। তবে স্টেডিয়ামটি বিলাসবহুল করার জন্য জায়গা কিছুটা সংকুচিত হয়

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪