1. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  2. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  3. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৮:২৯ পূর্বাহ্ন

কুবি বিএনসিসি প্লাটুনের ১ম মহিলা সিইউও সুমি

  • সময় : মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১
  • ৩১৭


কুবি প্রতিনিধিঃ

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)’র কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্লাটুনের নতুন ক্যাডেট আন্ডার অফিসার (সিইউও) হিসেবে পদোন্নতি পেয়েছেন ক্যাডেট সার্জেন্ট আমেনা আক্তার সুমি। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ১২ তম আবর্তনের শিক্ষার্থী। 
ময়নামতি রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সালাহ্উদ্দিন আল মুরাদ জি এবং রেজিমেন্ট অ্যাডজুটেন্ট মেজর গোলাম সরোয়ার তাকে এই সিইউও র‍্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন।
লিখিত পরীক্ষা, ড্রিল, কমান্ড এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অনেকের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি চূড়ান্তভাবে সিইউও পদের জন্য নির্বাচিত হন।
১ম মহিলা সিইউও নির্বাচিত হওয়ার অভিব্যক্তিতে আমেনা আক্তার সুমি বলেন, “বিএনসিসির সর্বোচ্চ র‍্যাঙ্ক সিইউও। এই র‍্যাঙ্ক পাওয়া প্রত্যেকটি ক্যাডেট এর স্বপ্ন থাকে। আমার এই র‍্যাঙ্ক পাওয়ার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছে সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আমি বিশ্ববিদ্যালয়ের ১ম মহিলা সিইউও নির্বাচিত হতে পেরে নিজেকে গর্বিত ও আনন্দিত মনে করছি।”
তিনি আরও বলেন, ”সুযোগ পেলে মেয়েরাও যে কোন কাজে পিছিয়ে নেই আমি মনে করি। এটা তার প্রমাণ। আমি মেয়েদেরকে বলব পড়াশোনার পাশাপাশি এসব সেচ্ছাসেবামূলক কাজে ছেলেদের পাশাপাশি সমান তালে এগিয়ে আসতে। সর্বোপরি আমি যেন আমার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি সকলেই সেই দোয়া করবেন।”
আমেনা আক্তার সুমি কুবি বিএনসিসি প্লাটুনের ১ম এবং বিশ্ববিদ্যালয়ের ৭ম সিইউও হিসেবে দায়িত্ব পালন করবেন। 
বর্তমানে বিশ্ববিদ্যালয়টির সিইউও’র দায়িত্ব পালন করছেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহমুদুল হাসান। এই বছরের ৩০ জুলাই সিইউও মাহমুদুল হাসানের মেয়াদ শেষ হলে ৩১ শে জুলাই থেকে পরবর্তী ১ বছরের জন্য তিনি এই দায়িত্ব পালন করবেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪