বিমানবন্দর প্রতিনিধি:
কাস্টম হাউস, ঢাকা কর্তৃক অদ্য ২০/০৩/২০২১ তারিখ সকাল ০৮:৩০ ঘটিকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই হতে আগত একজন যাত্রীর নিকট থেকে ঘোষণা বহির্ভূত ও বিশেষভাবে লুকায়িত বিপুল পরিমাণ ভারতীয় রুপিসহ একজন যাত্রীকে আটক করা হয়েছে।
পাসপোর্ট অনুযায়ী আটককৃত যাত্রীর নাম: ফকরুল ইসলাম, জেলা: চাঁদপুর ।
যাত্রী ২০/০৩/২০২১ তারিখ সকাল ০৭:৩০ টায় BG-4048 ফ্লাইট যোগে দুবাই থেকে ঢাকা আসেন। পরবর্তীতে কাস্টমস হলে রেড চ্যানেলে এসে তার নিকট ২টি স্বর্ণবার ও স্বর্ণালংকারের ব্যাগেজ ঘোষণা প্রদান করেন ও শুল্ক করাদি আদায় সাপেক্ষে গ্রীন চ্যানেল অতিক্রম করার চেষ্টা করেন।
যাত্রী কাস্টমস গ্রীন চ্যানেল অতিক্রম কালে গোপন সংবাদ থাকায় যাত্রীর নিকট কোন ধরনের বৈদেশিক মুদ্রা আছে কিনা জানতে চাওয়া হলে যাত্রী তা অস্বীকার করেন এবং গ্রীন চ্যানেল অতিক্রমের চেষ্টা করেন। পরবর্তীতে যাত্রীর নিকট থাকা ব্যাগেজ স্ক্যানিং করলে ব্যাগেজে মুদ্রা সদৃশ বস্তু দেখতে পাওয়া যায়।
যাত্রীকে ব্যাগেজ কাউন্টারে এনে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে যাত্রীর ব্যাগ তল্লাশি করে সর্বমোট ৫০ লক্ষ ২ হাজার ভারতীয় রুপি উদ্ধার করা হয়।
বাংলাদেশি টাকায় এসব মুদ্রার পরিমাণ আনুমানিক ৫৮,৫২,৩৪০/= টাকা।
এসব মুদ্রা দিয়ে তিনি চোরাচালান করার চেষ্টা করছিলেন মর্মে প্রাথমিক অনুসন্ধানে জানা যায়।
ঘোষণা ছাড়া এবং লুকানোর কারণে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন ও শুল্ক আইন ভঙ্গ হয়েছে।
এ ব্যাপারে আটককৃত যাত্রীকে শুল্ক আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনে গ্রেফতার করা হয়েছে।
একইসাথে অন্যান্য আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।