1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৮ অপরাহ্ন

প্রকাশিত হল ডিবেটার্স গ্রুমিংয়ের নবীন শীর্ষ ৩০ নাম

  • সময় : সোমবার, ১৫ মার্চ, ২০২১
  • ৫৪৮

আসাদুজ্জামান রাব্বি, কুবি প্রতিনিধি :


কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির উদ্যোগে আয়োজিত ডিবেটার্স গ্রুমিংয়ের শীর্ষ ত্রিশ জনের নামের তালিকা প্রকাশ করেছে সংগঠনটি।  ১৪ মার্চ (রোববার) এই   তালিকা প্রকাশ করা হয়।
ডিবেটার্স গ্রুমিং কর্মসূচির বিষয়ে সংগঠনটির সভাপতি দীপ্ত ব্রত দাস বলেন, ‘ডিবেটরস গ্রুমিং প্রোগ্রামটির উদ্দেশ্য হচ্ছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন ও সম্ভাবনাময় বিতার্কিকদের দিক নির্দেশনার মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক  পর্যায়ে বিতর্কের জন্য প্রস্তুত করে তোলা এবং এর মাধ্যমে একটা যুক্তিনির্ভর দেশ গড়ে তোলায় ভূমিকা রাখা। আশা করি আমরা আমদের এই উদ্দ্যেশ্যে সফল হবো।’
তিনি আরও বলেন, ‘ডিবেটিং সোসাইটির প্রাণ হচ্ছে তার বিতার্কিকরা। আর কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি সবসময়ই নতুন বিতার্কিক তৈরি এবং তাদের পরিচর্যার বিষয়ে যত্নশীল।’
 কুবি ডিবেটিং সোসাইটির যুগ্ম সাধারণ সম্পাদক আল নাঈম বলেন, ‘যেকোনো ডিবেটিং সোসাইটির অন্যতম প্রধান কাজ হলো নতুন বিতার্কিক তৈরি করা। কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির নতুন বিতার্কিকরা আগামীতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের সক্ষমতার পরিচয় দিবে এবং বিতর্কের সংস্কৃতি সুপ্রতিষ্ঠিত করবে বলে আমার প্রত্যাশা। ‘
উল্লেখ্য, গত ৪ এবং ৫ মার্চ বিতর্ক নিয়ে আগ্রহীদের নিয়ে অনলাইন ভিত্তিক একটি সাক্ষাৎকারের আয়োজন করা হয়। যেখানে ১৫০ এর অধিক শিক্ষার্থী  অংশগ্রহণ করে। যার  মধ্য থেকে আগ্রহ এবং বাচনভঙ্গির উপর ভিত্তি করে  ৩০ জনকে বাছাই করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪