1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৫ অপরাহ্ন

ক’জন সুশান্তকে বাঁচাবেন?

  • সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২০
  • ৪৬২

সুশান্ত সিংহ রাজপুতের শেষকৃত্যর পর ক্ষোভে ফেটে পড়েছেন বলিউডের বাঙালি অভিনেত্রী কোয়েনা মিত্র।‘স্বজনপোষণ, গুণ্ডাগিরি বলিউডে নতুন নাকি? এ তো অভ্যেসে দাঁড়িয়ে গেছে! ক’জন সুশান্তকে বাঁচাবেন এর হাত থেকে?’ এক দিকে সুশান্ত সিংহ রাজপুতের শেষকৃত্য হয়েছে অন্য দিকে এ ভাবেই ক্ষোভে ফেটে পড়েছেন বলিউডের আরেক বাঙালি অভিনেতা কোয়েনা মিত্র।

একই সঙ্গে তিনি এক হাত নিয়েছেন করন জোহরকেও। কোয়েনার জোরালো প্রশ্ন, “বলিউডের ভাগ্য নিয়ন্ত্রণ করার করন কে? তিনি কি ইন্ডাস্ট্রিকে কিনে রেখেছেন?”সুশান্ত সিংয়ের মৃত্যুর সঙ্গে নেপোটিজম বা স্বজনপোষণ জড়িয়ে, এই অভিযোগ গতকাল থেকেই শোনা গেছে বলিপাড়ায়। শেখর কপূর, শেখর সুমন, কঙ্গনা রানাওয়াতের পর সে দিকে এ বার আঙুল তুললেন কোয়েনা মিত্র ।

একটুও দ্বিধা না করে তিনি জানাতে ভুললেন না, “বলিউড তাঁকেই আপন করবে যদি তিনি তারকা সন্তান হন অথবা কোনও বিশেষ ক্যাম্পে নিজের নাম লেখান। সুশান্ত তো বাইরের লোক ছিলেন বলিউডের! কারণ, উনি কোনও ক্যাম্পের নন। তারকা সন্তানও নন।“সুশান্তের মৃত্যুর পরেই করন নিজের কাঁধে দোষ তুলে নিয়ে জানান, তিনি গত একবছর সুশান্তের কোনও খোঁজ রাখেননি।

এটা তাঁকে ধাক্কা দিচ্ছে। সে প্রসঙ্গেও বিস্ফোরক অভিনেত্রী। তাঁর জ্বলন্ত প্রশ্ন, “কেউ থাকবেন কি থাকবেন না এই ইন্ডাস্ট্রিতে, সেটা করণ কেন ঠিক করবেন? এই ইন্ডাস্ট্রি সমুদ্রের মতোই বিশাল, গভীর। আমরা সবাই এই সমুদ্রের একটি বিন্দু মাত্র। করণ ও তাই-ই। নিজেকে সবার ভাগ্যনিয়ন্তা ভেবে নেওয়ার অধিকার তাঁকে কেউ দেয়নি।এই প্রসঙ্গে, কোয়েনা মিত্র জানিয়েছেন বিবেক ওবেরয়ের সঙ্গে ঘটে যাওয়া এমনই এক ঘটনার কথা। তিনি এক সুপারস্টারের আমন্ত্রণে একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার আমন্ত্রণ পেয়েছিলেন। সেখানে তাঁর নাচের পার্টনার ছিলেন বিবেক ওবেরয়।

তখনই তাঁকে জানানো হয়েছিল, অনুষ্ঠানের পরে সবাই তাঁকে কোনঠাসা করবে। কারণ, বিবেক সেই অনুষ্ঠানের আয়োজক ক্যাম্পের নয়নের মণি নন! কোয়েনার দাবি, “আমি সেদিন প্রতিবাদ জানিয়েছিলাম। বলেছিলাম, এটা হওয়া উচিত নয়। এটা হবে কেন?এই নিয়ে কোয়েনার আরও মন্তব্য, সবাই মৃত্যুর পর ভীষণ ভাল ভাল কথা পোস্ট করবেন, শোক জানাবেন সোশ্যালে। আর বেঁচে থাকতে মুখের খাবার কেড়ে নিয়ে ঠেলে দেবেন আত্মহত্যার পথে! বলিউডে আর কত দিন চলবে এসব?

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪