নিজস্ব প্রতিনিধি :
জমকালো আয়োজনের মধ্যে দিয়ে প্রকাশ হয়েছে বহুল আলোচিত ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার টিজার এবং ওয়েবসাইট। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পেট্রোম্যাক্স নিবেদিত ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার ওয়েবসাইট ও টিজার প্রকাশের এক জমকালো আয়োজন করা হয়। রোমহর্ষক ও রোমাঞ্চকর টিজার প্রকাশনা এবং ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চলচ্চিত্রটির পরিচালক দিপংকর দীপন, র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার, র্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংস্কৃতি অঙ্গনের বিভন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।
সিনেমার নানা বিষয় তুলে ধরেন ছবির পরিচালক দীপংকর দীপন। টিজার প্রকাশের পাশাপাশি ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার একটি ওয়েবসাইটও উন্মুক্ত করা হয়। টিজার প্রকাশনা অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন কন্ঠশিল্পী প্রিয়াংকা ও ব্যান্ডদল সোলস। নৃত্য পরিবেশন করেন ফ্লাই ফারুক ও তার দল।
এ বছরেই ‘অপারেশন সুন্দরবন’ সিনেমাটি মুক্তি পাবে। বাংলাদেশের প্রথম ওয়াইল্ড লাইফ থ্রিলার ছবি অপারেশন সুন্দরবন। অপারেশন সুন্দরবন চলচ্চিত্রের মাধ্যমে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) কীভাবে সুন্দরবনকে জলদস্যুমুক্ত করেছে, তা তুলে ধরা হয়েছে। এতে অভিনয় করেছেন চিত্রনায়ক রিয়াজ, সিয়াম আহমেদ, রোশান, নুসরাত ফারিয়া, কলকাতার দর্শনা বণিক, শতাব্দী ওয়াদুদ, তাসকিন রহমান ও মনোজ প্রামানিকসহ আরো অনেকে।
দেশপ্রেম, রোমাঞ্চ, রহস্য, সাহস, দীর্ঘদিনের অপরাধের শেকড় উন্মোচন, অপরিসীম প্রতিকূল এবং রহস্যে ঘেরা বনভূমি সুন্দরবন নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘অপারেশন সুন্দরবন’ চলচ্চিত্রটি প্রযোজনা করেছে র্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড। সিনেমাটি নিয়ে এরই মধ্যে দর্শকের মধ্যে আগ্রহ দেখা দিয়েছে। ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার শুটিং শুরুর আগে এক বছরের অধিক সময় সুন্দরবনের বিভিন্ন অঞ্চল ঘুরে বেড়িয়েছেন পরিচালক দীপংকর দীপন ও তার টিম। সিনেমার শুটিং হয়েছে- মুন্সিগঞ্জ, খুলনা, সাতক্ষীরা, লবনচরা, সুন্দরবনের দুবলার চর, কটকা, কালিকা চর, পুটনীচর, এবং মংলা। পোড়া বাড়ী, গাজীপুর, জয়মনি, র্যাব ট্রেনিং স্কুল, র্যাব ফোর্সেস সদর দপ্তর।
‘অপারেশন সুন্দরবন’ সিনেমার পৃষ্ঠপোষকতায় রয়েছে- টাইটেল স্পন্সর পেট্রোম্যাক্স এলপিজি লিমিটেড। পাওয়ার্ড বাই এসিআই স্যাভলন। প্লাটিনাম পার্টনার বিকাশ, কো-স্পসর সাইফ পাওয়ারটেক লিমিটেড, মফিজ ফাউন্ডেশন প্রযন্তে থার্মেক্স গ্রুপ, সাপোর্টেড বাই মিনিস্টার গ্রুপ, চাল ডাল ডট কম, প্যাট্রোনাইজড বাই ইভ্যালি এবং ইন অ্যাসোসিয়েশন উইথ ফরচুন গ্রুপ। অনলাইন প্রেসমিডিয়া পার্টনার বাংলাদেশ বুলেটিন ২৪. কম। সিনেমার অফিসিয়াল পি আর পার্টনার হেড়রুম গ্রুপ।